বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও তৌহিদুল ইসলামকে সংবর্ধনা
ভোলাদর্পণ প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চুড়ান্ত ফলাফল প্রকাশের পর বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান থেকে দেয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন চমৎকার বক্তা তৌহিদুল। তারই অংশ হিসেবে বুধবার(১৫ নভেম্বর) ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সংবর্ধনা প্রদান করে সেরা ইউএনও তৌহিদুলকে। সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সেরা নির্বাহী অফিসার এর হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেয়ার মাধ্যমে সংবর্ধিত করেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন ও উপস্থিত অফিসারগণ এবং প্রধান শিক্ষকবৃন্দ।
এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগে কর্মরত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সদালাপি নির্বাহী অফিসার। এক সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, ‘আমি বুঝতে শেখার পর থেকেই শিক্ষা ক্ষেত্রটা আমার খুব পছন্দের জায়গা ছিলো। কারন শিক্ষা ক্ষেত্র থেকে জাতির জন্য কিছু করার সুযোগ আছে’। ভবিষ্যতে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষার জন্য কি করতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে পটুয়াখালী জেলার কৃতি সন্তান তৌহিদুল বলেন, ‘আমি ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক এর দায়ীত্ব পালন করতে পেরে খুব গর্ববোধ করছি এবং সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় সঠিক ভাবে পরিচালনার জন্য সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে”। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু তাহের, নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, অফিসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ। উল্লেখ্য বিসিএস ক্যাডার ও মাঠ প্রশাসনের মেধাবী নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম এর বাড়ি পটুয়াখালি জেলার বাউফল উপজেলায়। ব্যক্তিগত জীবনে ১ পুত্র সন্তানের জনক তৌহিদুল এর জীবন সঙ্গীনী একজন চিকিৎসক হিসেবে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।