মনপুরা প্রতিবেদক: সারা বাংলাদেশে একযোগে ২ হাজার ২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গনভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সারা বাংলাদেশের ন্যায় মনপুরাতেও তিনি ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন।
ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম,্ উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছালাহউদ্দিন, হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিবাবকবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য মনপুরা এমডিএসপি প্রকল্পের আওতায় নির্মিত ভবন উদ্বোধন হলো হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন পূর্ব সাকুচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরফৈজুদ্দিন গোমাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজির চর ফৈজুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরযতিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর চরগোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং এনবিআইডিজিপিএস প্রকল্পের আওতায় এ আর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভবনগুলো উদ্বোধনের পর পরেই ছাত্র-ছাত্রীদের মাঝে বেশ খুশির আমেজ লক্ষ করা গেছে।