ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলায় আজ বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) ভোলা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস, ভোলা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব -১৭) এর শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, সংসদ সদস্য, ভোলা-১, সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, বিশেষ অতিথি ভোলার পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান বিপিএম।