ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আজ ২০ সেপ্টেম্বর বুধবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুসাইন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন মোঃ রায়হান-উজ্জামান, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা শিক্ষা অফিসারবৃন্দ,বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অবিভাবকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।
উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০২৩ ফাইনালে বিজয়ী হয় ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও রানারআপ হয় বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০২৩ ফাইনালে বিজয়ী হয় ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও রানারআপ হয় লালমোহন উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।