ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলার খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা জুলাই, শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় উদ্বোধনী ম্যাচ শুরু হয়। উল্লেখ্য এখানে ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ এখানে অংশগ্রহণ করে। একই দিন বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সময়ের স্বল্পতার মাঝেও অনেকেই সংক্ষিপ্ত বক্তব্যে তাদের বিদ্যালয়ের জীবনের স্মৃতি তুলে ধরেন। দীর্ঘ কয়েক বছর পরে এভাবে একত্রিত হতে পেরে তাদের চোখে মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। এই মতবিনিময় সভায় ভবিষ্যতে বড় ধরনের পুনর্মিলনী করার জন্য প্রস্তাব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান উপস্থিত থেকে তাদেরকে সাহস যোগিয়েছেন। প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন, একটি বড় ধরনের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সকলের সংশ্লিষ্টতা প্রয়োজন। তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলী আজম মুকুল এমপি এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি ইফতারুল হাসান স্বপন। উভয়ের সাথে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে এ বিষয়ে অগ্রসর হতে হবে। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মোক্তার হোসেন। পরিশেষে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।