বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

ঈদের আনন্দ ভাগাভাগি করতেই প্রধানমন্ত্রী হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন- আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি

ভোলাদর্পণ প্রতিবেদকঃ ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন -ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে ভিজিডি বিতরণ করেছেন। যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। শেখ হাসিনার মতো অতীতে কেউ এসব হতদরিদ্রদের ঈদ-পূজায় খোঁজখবর রাখে নি। সকল শ্রেণী পেশার মানুষকে খুঁজে খুঁজে বের করে সহায়তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্যই বিশ্ব দরবারে বাংলাদেশে সুনাম বৃদ্ধি হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিডি বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন। তিনি তজুমদ্দিন উপজেলার ৫ টি ইউনিয়নে ১১১১৯ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিডি র ১০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন।
শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যন মোঃ আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু, নুরনবী শিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মেজবাহউদ্দিন সম্রাট।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.